জাতীয়

বাংলাদেশে মানবাধিকার ও শ্রম অধিকার নিয়ে উদ্বেগ-ইইউ

  প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২৩ , ৩:২৪:১০ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।শ্রম খাতের জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাপ) এবং প্রতি ৬ মাসে নিয়মিত অগ্রগতি প্রতিবেদন থাকা সত্ত্বেও বাংলাদেশে মানবাধিকার ও শ্রম অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

সম্প্রতি প্রকাশিত ২০২০-২২ সালের জন্য জিএসপি সম্পর্কিত ইইউয়ের এক মূল্যায়ন প্রতিবেদনে মানবাধিকার ও শ্রম অধিকারের গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে জিএসপি সুবিধাভোগীদের অগ্রাধিকার প্রত্যাহারের বিষয়ে সতর্ক করা হয়েছে।

এতে জাতিসংঘ,আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও সুশীল সমাজের সঙ্গে ইইউয়ের ক্রমবর্ধমান সম্পৃক্ততার বিষয়টিও তুলে ধরা হয়েছে।

পোশাক রপ্তানিকারকদের মধ্যে এই সতর্কবার্তা উদ্বেগের সৃষ্টি করেছে। যদিও এ বিষয়ে বিশেষজ্ঞরা দ্বিধাবিভক্ত রয়েছেন।

উল্লেখ্য,দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইইউয়ের জিএসপি এখন স্ট্যান্ডার্ড জিএসপি,জিএসপি প্লাস ও ইবিএ- এই তিনটি ব্যবস্থার অধীনে ইইউয়ের সঙ্গে বাণিজ্যকারী ৬৫টি দেশকে অন্তর্ভুক্ত করেছে।

আরও খবর

Sponsered content