প্রতিনিধি ২৫ মার্চ ২০২৫ , ২:৫৮:১০ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্ক রিপোর্ট।।মার্কিন পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে আবারো বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে।ব্রিফিংয়ের সময় এক সাংবাদিক বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি ও সংবাদপত্রের স্বাধীনতা সমুন্নত রাখতে মার্কিন সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্ন করেছেন।তবে পররাষ্ট্র দফতরের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুস এসব প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি।
সোমবার (২৪ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত সংবাদ সম্মেলনে ওই সাংবাদিকের করা প্রশ্নে তিনি কেবল কূটনৈতিক সমাধানের প্রতি মার্কিন সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
অন্যান্য বিষয়ের সাথে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা বজায় রাখার জন্য মার্কিন সরকারের কী পদক্ষেপ রয়েছে, সেটাও জানতে চাওয়া হয়।
এর উত্তরে ব্রুস বলেন, সৌভাগ্যবশত আমাদের একটি প্রশাসন এবং এমন একজন পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন যিনি কূটনৈতিক সমাধানের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।তিনি বিশ্বজুড়ে আমাদের বন্ধুদের সাথে কথোপকথন করেন এবং অবশ্যই আমাদের শক্তির বিষয়ে প্রভাব ফেলেন।আমাদের প্রেসিডেন্ট বিষয়গুলোকে গুরুত্ব সহকারে নেয়ার জন্য পরিচিত। তিনি জানেন,আমরা প্রতিটি দেশ,অবশ্যই বাংলাদেশ ও অন্যান্য দেশ থেকে মানবাধিকারের নিয়ম মেনে চলার এবং তাদের নিজস্ব নাগরিকদের তাদের সরকারের কাছ থেকে কী প্রত্যাশা করে সে সম্পর্কে সচেতন ও ন্যায্য হওয়ার প্রত্যাশা করি।’