প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৬ , ১১:১৬:২০ প্রিন্ট সংস্করণ
বরিশাল প্রতিনিধি।।বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য,বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র এ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ারের নির্বাচনী হলফনামায় তাঁর আয় ও সম্পদের বিস্তারিত তথ্য উঠে এসেছে।

হলফনামা অনুযায়ী,তাঁর বার্ষিক আয় হিসেবে বাড়িভাড়া থেকে ১৩ লাখ ৫০ হাজার টাকা,ব্যবসা থেকে ৬ লাখ টাকা, কোম্পানি থেকে সম্মানি বাবদ ১২ লাখ টাকা এবং কৃষিখাত থেকে ২ লাখ টাকা দেখানো হয়েছে।সব মিলিয়ে মোট আয় উল্লেখ করা হয়েছে ৪০ লাখ ২৫ হাজার ৯৩৯ টাকা।
অস্থাবর সম্পদের হিসাবে নিজের নামে রয়েছে ৩ কোটি ৩১ লাখ ৬০ হাজার ৯৭৪ টাকা।এছাড়া ব্যাংকে জামানত হিসেবে রয়েছে ২ কোটি ২৪ লাখ ৯ হাজার ৯৮০ টাকা এবং ৯৫ লাখ টাকার সঞ্চয়পত্রের তথ্যও হলফনামায় উল্লেখ করা হয়েছে।
সবকিছু মিলিয়ে এ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ারের মোট অস্থাবর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮ কোটি ৬৬ লাখ ৪০ হাজার ৯৫৪ টাকা।
নির্বাচনী হলফনামায় প্রার্থীদের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে এসব তথ্য নির্বাচন কমিশনে দাখিল করা হয়।













