প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৫ , ৭:২১:৫৮ প্রিন্ট সংস্করণ
বরিশাল প্রতিনিধি।।বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ–হিজলা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী সৈয়দ ইছহাক মুহাম্মদ আবুল খায়ের সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিল করেছেন।মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিনি বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তা জমা দেন।

মনোনয়নপত্র দাখিলকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।উপস্থিতরা শৃঙ্খলাবদ্ধভাবে স্লোগান প্রদান করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়ন কার্যক্রম সম্পন্ন হয়।
মনোনয়নপত্র দাখিলের পর সৈয়দ ইছহাক মুহাম্মদ আবুল খায়ের সাংবাদিকদের বলেন,তিনি কুরআন-সুন্নাহভিত্তিক ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি বরিশাল-৪ আসনের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।













