সারাদেশ

বরিশালে স্বামী–স্ত্রীর কলহ: গাঁজার গন্ধকে কেন্দ্র করে উত্তেজনা

  প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২৫ , ৪:৪৮:১৮ প্রিন্ট সংস্করণ

বরিশাল প্রতিনিধি।।বরিশালে স্বামীর মুখ থেকে গাঁজার গন্ধ আসাকে কেন্দ্র করে দাম্পত্য কলহ চরমে পৌঁছানোর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়,ঘটনার সময় কথাকাটাকাটির একপর্যায়ে স্ত্রী আতঙ্কিত হয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী,স্ত্রীর অভিযোগ—স্বামী নিয়মিত মাদক সেবন করেন।এ নিয়ে প্রতিবাদ করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।একপর্যায়ে স্ত্রী শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হন বলে অভিযোগ রয়েছে।পরে তিনি নিরাপত্তার আশঙ্কায় এলাকা ত্যাগ করেন।

এ বিষয়ে স্থানীয় থানায় এখনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি না,তা নিশ্চিত করা যায়নি।পুলিশ বলছে,অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক বিশ্লেষকদের মতে,মাদকাসক্তি ও পারিবারিক সহিংসতা একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত।তারা বলছেন,এ ধরনের ঘটনায় দ্রুত আইনি সহায়তা ও পারিবারিক কাউন্সেলিং জরুরি।

আরও খবর

Sponsered content