অপরাধ-আইন-আদালত

বরিশালে সাবেক ৯ কাউন্সিলরসহ কারাগারে গেলেন ২১ জন

  প্রতিনিধি ১ অক্টোবর ২০২৪ , ২:০৪:৩১ প্রিন্ট সংস্করণ

বরিশাল ব্যুরো।।বরিশাল জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়ার ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক ৯ কাউন্সিলরসহ ২১ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (০১ অক্টোবর) সকালে বরিশাল চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতের বিচারক মো: আশরাফ উদ্দিন জামিন আবেদন না মঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এর আগে উচ্চ আদালতের ৪ সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষে মঙ্গলবার আদালতে হাজিরা দিতে এসেছিলেন ১০ কাউন্সিলরসহ ওই ২২ জন।তবে অসুস্থতার কারণে ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সামজিদুল কবির বাবুকে জামিন দেওয়া হয়।

কারাগারে পাঠানো বরিশাল সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলরবৃন্দ হলেন,সামসুদদ্দোহা আবিদ,আউয়াল মোল্লা, কেফায়েদ হোসেন রনি,খান মোহাম্মদ হোসেন,জয়নাল আবেদীন,মো. জয়নাল আবেদীন হাওলাদার,আনোয়ার হোসেন রয়েল,এনামুল হক বাহার, হুমায়ুন কবির ও জিয়াউল হক মাসুম।

বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী হাফিজ আহমেদ বাবলু বলেন,৪ আগস্ট বরিশাল নগরীর সদর রোডে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর হামলাসহ ৩টি মামলায় মোট ২১ জন আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।পরে আদালতের বিচারক আইনজীবীর বক্তব্য শুনে আসামিদের জেল হাজতে পাঠান।তবে উচ্চ আদালত থেকে আগাম জামিন নেওয়ায় আসামিদের রিমান্ড চায়নি পুলিশ।

আসামী পক্ষের আইনজীবী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আফজালুল করিম বলেন,এ নির্দেশনার বিপরীতে উচ্চ আদালতে আপিল করা হবে।

উল্লেখ্য,৪ আগস্ট বরিশালে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে ভাঙচুর,হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।এ ঘটনায় ২৩ আগস্ট কোতোয়ালি মডেল থানায় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বাদী হয়ে মামলা করেন।মামলায় ৩৮১ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৬০০-৭০০ জনকে।এই মামলায় গ্রেফতার হয়ে ইতোমধ্যে কারাগারে আছেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক,জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত।

আরও খবর

Sponsered content