প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৫ , ৩:২৪:৩৫ প্রিন্ট সংস্করণ
বরিশাল প্রতিনিধি।।বরিশাল নগরীর পলাশপুর এলাকায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত আবেদন করেছেন জমির মালিক মাহাবুবা ইসলাম।

মাহাবুবা ইসলাম (৭১) ও তার স্বামী আনিচুর রহমান নিউ ভাটিখানা আমানতগঞ্জ এলাকার বাসিন্দা।তারা জানান, কাউনিয়া থানাধীন চর বদনা মৌজার এস.এ খতিয়ান নং–২৯৪-এর দাগ নং ৯৩০ ও ৯৩১-এর অন্তর্গত মোট ৩ একর জমি তারা বৈধভাবে ক্রয় করেছেন।
তবে দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন ব্যক্তি জোরপূর্বক ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন।অভিযোগে যারা নাম উল্লেখ করেছেন তারা হলেন— মোস্তাক হোসেন বিহারী (৬০), বাপ্পি বিহারী (৩২),চিনি বিহারী (৫০),টিয়া বেগম (২৫), মাহামুদা খাতুন বেবী (৫২) এবং সাদ্দাম হোসেন (৩২)। তারা সবাই পলাশপুর এলাকায় বসবাসকারী।
মাহাবুবা ইসলাম অভিযোগ করেন,গত ১৮ ডিসেম্বর ২০২৫, সকাল প্রায় ১০টার সময় অভিযুক্তরা পলাশপুরের সূর্যের হাসি ক্লিনিকের পার্শ্ববর্তী তার জমির ভিতরে জোরপূর্বক টিনশেড ঘর নির্মাণ শুরু করে এবং অবৈধভাবে মসজিদ তৈরির চেষ্টা করে।বাধা দেওয়ায় অভিযুক্তরা তাকে ভয়ভীতি দেখানোসহ প্রাণনাশের হুমকি প্রদান করে।
জমির মালিক নিরাপত্তা ও সম্পত্তি রক্ষার জন্য কাউনিয়া থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কাউনিয়া থানা পুলিশ জানিয়েছেন,অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
















