অপরাধ-আইন-আদালত

বরিশালে অনলাইন প্রেমের ফাঁদে ফেলে দেওয়ার অভিযোগ

  প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৫ , ৩:২৭:৫৬ প্রিন্ট সংস্করণ

বরিশালে অনলাইন প্রেমের ফাঁদে ফেলে দেওয়ার অভিযোগ

বরিশাল থেকে প্রতিবেদক।।সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে পরিচয়ের পর বরিশালে আসা নেত্রকোনার রিপা অভিযোগ করেছেন,বরিশালের যুবক সাকিব তাঁকে প্রতারিত করেছেন।

রিপার বরাতে জানা যায়,সাত মাস আগে টিকটকে পরিচয় হয় তাদের।পরিচয় থেকে বন্ধুত্ব,তারপর ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।সাকিব রিপাকে বিয়ের আশ্বাস দেয়।সেই আশ্বাসে বিশ্বাস করে রিপা বরিশালে চলে আসেন।

পরবর্তীতে তারা কুয়াকাটায় ঘুরতে যান।সেখানে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে একটি হোটেলে তিন দিন একসঙ্গে থাকেন। এরপর রিপা বিয়ের বিষয়টি উল্লেখ করলে সাকিব জানায়, সে বিয়েতে রাজি।

তবে বরিশালে একটি হোটেলে বসার পর সাকিব রিপাকে বলে,“তুমি এখানে বসো,আমি কাজীকে নিয়ে আসছি। তারপর বিয়ে করে বাড়ি যাবো।” পরে মোবাইল ব্যালেন্স না থাকার অজুহাতে রিপার মোবাইল নিয়ে সাকিব হঠাৎ উধাও হয়ে যান।

রিপা অভিযোগ করেছেন,মোবাইলের মধ্যে তিন দিনের সকল ভিডিও এবং প্রমাণও ছিল।সাকিবের সঙ্গে যোগাযোগ করতে গেলে দেখা যায় তার ফোন বন্ধ।স্থানীয়রা জানান,রিপা কান্নায় ভেঙে পড়েন এবং ঘটনাটি প্রকাশ করেন।

স্থানীয়রা সতর্ক করেছেন,“অনলাইন প্রেম সবসময় সত্যি নাও হতে পারে। বিশেষ করে পরিচয় নেওয়ার আগে সতর্ক থাকা জরুরি।”

পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছেন। রিপা বলেছেন,তিনি আইনি পদক্ষেপ নেবেন এবং সাকিবকে খুঁজে বের করার জন্য প্রশাসনের সাহায্য চাইবেন।

আরও খবর

Sponsered content