সারাদেশ

বরিশালের নতুন জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ

  প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৪ , ১:৪৩:৪০ প্রিন্ট সংস্করণ

বরিশাল প্রতিনিধি॥বরিশালের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মোহাম্মদ দেলোয়ার হোসেন দায়িত্ব গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মনদীপ ঘরাই।

তিনি জানান,সকালে বরিশালের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মোহাম্মদ দেলোয়ার হোসেন সাবেক জেলা প্রশাসক শহিদুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন।এ সময় তিনি রাষ্ট্রের এবং জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত বরিশালের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও খবর

Sponsered content