অপরাধ-আইন-আদালত

বরিশালের আওয়ামিলীগ নেতা হাসানাত আব্দুল্লাহর নামে দুদকে মামলা

  প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৫ , ৬:৩৫:৫৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় ও সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে প্রায় ২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৯ অক্টোবর) দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে সাবেক চিফ হুইপের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।অভিযোগ অনুযায়ী,আবুল হাসানাত আব্দুল্লাহ অবৈধভাবে ১৯ কোটি ৭১ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন।এছাড়া বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৮০ কোটি ৪৯ লাখ টাকার সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্যও পাওয়া গেছে বলে দুদক জানায়।

দুদকের অনুমোদনের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয় এবং প্রাথমিক অনুসন্ধানে আরও কিছু সম্পদ ও লেনদেনের খোঁজ পাওয়া গেছে বলে সূত্র জানিয়েছে।একইদিন সাভারের সাবেক উপজেলা চেয়ারম্যান রাজীবের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে মামলা অনুমোদন দেওয়া হয়েছে।

আবুল হাসানাত আব্দুল্লাহ আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন এবং বরিশাল-১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।দলীয় সরকারের পতনের পর তার বিরুদ্ধে বিভিন্ন সময় অনিয়ম ও সম্পদ সংক্রান্ত অভিযোগ উত্থাপিত হয়,যা নিয়ে তদন্ত শুরু করে দুদক।সংস্থাটি জানিয়েছে,তদন্ত শেষে আদালতে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

আরও খবর

Sponsered content