সারাদেশ

বরিশালসহ সারাদেশে এলপি গ্যাসের দাম বৃদ্ধিঃ ভোগান্তিতে সাধারণ মানুষ,উদ্বেগে ব্যবসায়ীরা

  প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২৬ , ১:০৪:৪২ প্রিন্ট সংস্করণ

বরিশালসহ সারাদেশে এলপি গ্যাসের দাম বৃদ্ধিঃ ভোগান্তিতে সাধারণ মানুষ,উদ্বেগে ব্যবসায়ীরা

মো: জিয়াউদ্দিন বাবু।।বরিশালসহ সারা দেশে হঠাৎ করেই এলপি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা।মাসের শুরুতেই নতুন দামে গ্যাস সিলিন্ডার বিক্রি শুরু হওয়ায় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের সংসার ব্যয় আরও বেড়ে গেছে।

স্থানীয় বাজার ঘুরে দেখা গেছে,আগে যেখানে ১২ কেজির একটি গ্যাস সিলিন্ডার ১,২০০ থেকে ১,২৫০ টাকায় বিক্রি হতো,সেখানে বর্তমানে তা ১,৫০০ থেকে ১,৬০০ টাকায় বিক্রি হচ্ছে।কোথাও কোথাও এর চেয়েও বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে।

ভোক্তারা বলছেন,নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এমনিতেই ঊর্ধ্বমুখী।তার ওপর গ্যাসের দাম বাড়ায় রান্নার খরচ অনেক গুণ বেড়ে গেছে।বরিশালের নথুল্লাবাদ এলাকার গৃহিণী রওশন আরা বলেন,“প্রতিদিনের বাজারের খরচ সামলাতেই হিমশিম খেতে হচ্ছে। এখন গ্যাসের দাম বাড়ায় সংসার চালানো আরও কঠিন হয়ে পড়েছে।”

অন্যদিকে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীরা দাবি করছেন, আন্তর্জাতিক বাজারে এলপি গ্যাসের মূল্য বৃদ্ধি,পরিবহন ব্যয় বৃদ্ধি এবং ডলার সংকটের প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। বরিশাল নগরীর এক গ্যাস ব্যবসায়ী জানান,“আমরাও বাড়তি দামে কিনতে বাধ্য হচ্ছি।তাই গ্রাহকদের কাছ থেকে বেশি দাম নিতে হচ্ছে।”

ভোক্তা অধিকার সংশ্লিষ্টরা বলছেন,দাম বৃদ্ধির পেছনে কার্যকর নজরদারির অভাব রয়েছে।নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি রোধে প্রশাসনের তৎপরতা বাড়ানো জরুরি।তারা দ্রুত বাজার মনিটরিং জোরদারের দাবি জানান।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে,আন্তর্জাতিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করেই গ্যাসের দাম নির্ধারণ করা হয়। তবে কেউ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খোঁজ নিয়ে জানা গেছে,বরিশাল শহরের পোর্ট রোড,বাজার রোড,সাগরদী ধান গবেষণা সড়ক,নতুন বাজারসহ বিভিন্ন সড়কে অবস্থিত গ্যাসের দোকানগুলোতে বাড়তি দামে গ্যাস বিক্রি করা হচ্ছে।

গ্যাসের দাম বৃদ্ধিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো।দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে বরিশাল জেলা প্রশাসক খাইরুল আলম সুমন বলেন,“কেউ যদি বাড়তি দামে গ্যাস বিক্রি করে,তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।আমাদের ম্যাজিস্ট্রেট টিম দুই-একদিনের মধ্যেই গ্যাসের দোকানগুলোতে অভিযান পরিচালনা করবে।”

আরও খবর

Sponsered content