অর্থনীতি

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘন্টায় ৩ কোটি আদায়

  প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৩ , ১:২৭:৫৬ প্রিন্ট সংস্করণ

টাঙ্গাইল প্রতিনিধি।।বঙ্গবন্ধু সেতুতে একদিনে টোল আদায় হয়েছে প্রায় ৩ কোটি টাকা।ঈদ সামনে রেখে ছুটির আগেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ইতোমধ্যে যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে।

 

মহাসড়কে অতিরিক্ত যানবাহন বৃদ্ধির ফলে বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার ও টোল আদায় স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে।

 

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, সোমবার সকাল ৬ টা থেকে মঙ্গলবার সকাল ৬ টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় সেতুর উপর দিয়ে ছোট-বড় ২২ হাজার ৪৮৫টি যান পারাপার এবং ২ কোটি ৯৬ লাখ ৪ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে।

 

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল জানান, যানবাহনের চাপ বাড়ছে। ঈদে ঘরমুখো মানুষদের যাতে ভোগান্তিতে পড়তে না হয় সেলক্ষ্যে অতিরিক্ত টোল বুথ বসানো হয়েছে।

আরও খবর

Sponsered content