প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২৫ , ৩:২৫:৪৩ প্রিন্ট সংস্করণ
বগুড়া প্রতিনিধি।।বগুড়া শহরে এক নারী অভিযোগ করেছেন, স্থানীয় একজন বখাটে তাকে প্রায়শই বিরক্ত করতো।নিরাপত্তা খোঁজার চেষ্টা করতে থানায় গিয়ে তিনি অভিযোগ দায়ের করলে,তদন্তের দায়িত্বে থাকা এসআই মোস্তাফিজার রহমানের বিরুদ্ধে তিনি নতুনভাবে ঝুঁকি ও লালসার শিকার হয়েছেন।

ভুক্তভোগী নারী জানিয়েছেন,এসআই মোস্তাফিজার তাকে বিভিন্ন সময় ফোন করে অনৈতিক কাজ করতে চাপ দিচ্ছেন এবং মানসিকভাবে বিরক্ত করছেন।তিনি আশঙ্কা করছেন, প্রশাসনের ক্ষমতাবলে তার ওপর নির্যাতন চলতে পারে।
বগুড়া পুলিশ সুপার জানান,তারা অভিযোগটি তদারকি ও তদন্ত করছেন।অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ব্যারিষ্টার ইসরাত জাহান সাংবাদিকের জানান,সরকারি কর্মকর্তা বা পুলিশ সদস্যের এমন আচরণ যৌন হয়রানি ও ক্ষমতার অপব্যবহারের মধ্যে পড়ে।আইনানুযায়ী,নারী নির্যাতন দমন ও অন্যান্য প্রযোজ্য আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া যায়।
















