রাজনীতি

ফের ২ দিনের অবরোধ কর্মসূচির ঘোষণা করেছে-বিএনপি

  প্রতিনিধি ৬ নভেম্বর ২০২৩ , ১:৫২:০৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ফের ২ দিনের অবরোধ কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি। আগামী বুধবার ও বৃহস্পতিবার (৮ ও ৯ নভেম্বর) টানা ৪৮ ঘণ্টা রেলপথ,নৌপথ,রাজপথ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।

মঙ্গলবার (৬ নভেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রসঙ্গত,গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে হামলা,নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করে।এরপর গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত প্রথম দফায় ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করে দলটি।পরে একদফা দাবি আদায়ের লক্ষ্যে দ্বিতীয় দফায় গত রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা (৫ ও ৬ নভেম্বর) পর্যন্ত ঢাকাসহ সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা করে দলটি।

আরও খবর

Sponsered content

ইরান-ইসরাইল যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের অর্থনীতিতে তিনটি খাতে প্রভাব পড়বে

প্রধানমন্ত্রীকে নিয়ে কেউ ‘অশালীন’ বক্তব্য রাখলে সঙ্গে সঙ্গে জিভ কেটে নদীতে ফেলার নির্দেশ দিয়েছেন-খোকন সাহা

পাসপোর্ট অফিসে এসে মানুষ হয়রানির শিকার হন- এ দুর্নাম দূর করতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা,জাহাঙ্গীর আলম চৌধুরী

বিদায়ী কমিশনার কমিশনার খন্দকার গোলাম ফারুকের স্থলাভিষিক্ত হলেন হাবীবুর রহমান

বিডিআর বিদ্রোহ নিয়ে ব্যারিস্টার তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর-প্রধান উপদেষ্টার,প্রেস উইং

এবার ভারতের মহারাষ্ট্রের একটি গ্রামের বাসস্ট্যান্ডের নামকরণ করা হয়েছে বাংলাদেশের নামে