শিক্ষা

স্কুল ও কলেজ শনিবার আবার ছুটির ইঙ্গিত

  প্রতিনিধি ১২ মে ২০২৪ , ৩:৫৪:১৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।আগামী ঈদুল আজহার পর থেকে মাধ্যমিক স্কুল ও কলেজ শনিবার আবার ছুটির ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।রোববার এসএসসি পরীক্ষার্থীদের ফল প্রকাশ পরবর্তী সংবাদ সম্মেলনে এ আভাস দেন মন্ত্রী।

এই মাসের প্রথম সপ্তাহ থেকে চলমান তাপপ্রবাহের কারণে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসার ক্লাস বন্ধ রাখার নির্দেশ দেন হাইকোর্ট।উচ্চ আদালতের আদেশের পর প্রাথমিক স্কুল বন্ধের নির্দেশনা জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।একই দিন শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি দিয়ে ২৭ জেলায় মাধ্যমিক স্কুল,কলেজ ও মাদরাসা বন্ধ রাখার নির্দেশ দেয়।

তবে এই দিনই হাইকোর্টের আদেশের বিষয়ে নিজের অসন্তুষ্টির কথা তুলে ধরেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।তিনি সাংবাদিকদের বলেন,‘যেসব জেলায় তাপমাত্রা কম,সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কোনো কারণ নেই।’

সে সময়ই শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে উঠতে শনিবারও পাঠদান চালু রাখার বিষয়টি উল্লেখ করেন মন্ত্রী।

আরও খবর

Sponsered content

আরও খবর: শিক্ষা

৬৫,৫০২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ১০ম গ্রেডে উন্নীতকরণের সুপারিশ

শিক্ষক-কর্মচারী একই সঙ্গে একাধিক চাকরি বা লাভজনক পদে নিয়োজিত থাকতে পারবেন না-শিক্ষা মন্ত্রণালয়

নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী ও পাসের হার না থাকলে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ

অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতকরণ সহ স্নাতক পড়াশোনার আর্থিক সহায়তা দেবে-অন্তর্বর্তী সরকার

গণহারে বদলিঃ-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি স্হগিত

শিক্ষকদের কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদানের নির্দেশনা দিয়েছে-প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়