অর্থনীতি

ফেব্রুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৫৩ কোটি ডলার

  প্রতিনিধি ২ মার্চ ২০২৫ , ৪:২২:৩৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৫৩ কোটি ডলার।যা বাংলাদেশি টাকায় ৩০ হাজার ৭২১ কোটি। গত বছর একই সময়ের তুলনায় যা ২৫ শতাংশ বেশি। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছিলেন ২০২ কোটি ডলার।

রোববার (২ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের রেমিট্যান্স নিয়ে মাসিক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন,রমজান ও দুই ঈদ উপলক্ষে প্রবাসীরা সবসময়ই পরিবারের জন্য বেশি পরিমাণে রেমিট্যান্স পাঠান।

চলতি বছরেও রোজা উপলক্ষে দেশে আসা রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে।এছাড়া খোলা বাজারের তুলনায় আনুষ্ঠানিক মুদ্রাবাজারের ডলারের দামে ব্যবধান কম থাকায়- প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলেই বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন।

এদিকে চলতি বছরের জানুয়ারিতে এসেছিল ২.১২ বিলিয়ন ডলার। গত ডিসেম্বরে সর্বোচ্চ ২.৬৪ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল।

চলতি অর্থবছরের দ্বিতীয় মাস আগস্ট থেকে টানা সাত মাস ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে।অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ডলার,আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ডলার,সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ ডলার,অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ডলার,নভেম্বরে ২২০ কোটি ডলার,ডিসেম্বরে সর্বোচ্চ ২৬৪ কোটি ডলার এবং জানুয়ারিতে ২১৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।২০২০ সালের জুলাই মাসে ২ দশমিক ৫৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল,যা তখনকার সর্বোচ্চ রেকর্ড ছিল।তবে ২০২৪ সালের ডিসেম্বরে সেই রেকর্ড ভেঙে যায়।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী,রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক প্রভাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়ছে। বর্তমানে রিজার্ভের পরিমাণ ২০ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী,এই হিসাব করা হলেও বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে মোট রিজার্ভ ২৬ দশমিক ১১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

আরও খবর

Sponsered content