রাজনীতি

ফেনীতে জামায়াতের চাঁদাবাজির অডিও ফাঁস-অভিযুক্ত জামায়াত নেতা জাকির বহিষ্কার

  প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:৫০:৫৫ প্রিন্ট সংস্করণ

0Shares

ফেনী প্রতিনিধি।।ফেনীতে এক মাদ্রাসাশিক্ষকের কাছ থেকে চাঁদা দাবির অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।তাঁর নাম জাকির হোসেন মিয়া।তিনি জামায়াতের রুকন এবং দলের সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফেনী পৌরসভা শাখার সাবেক সহকারী সেক্রেটারি।গতকাল সোমবার সন্ধ্যায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক আ ন ম আবদুর রহিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাকির হোসেনকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়,সংগঠনের শৃঙ্খলা ও নীতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় দলীয় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারার ২ উপধারা অনুসারে জাকির হোসেন মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে রোববার রাতে জামায়াত নেতা জাকির হোসেন মিয়ার সঙ্গে ফেনী আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাহমুদুল হাসানের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।মাহমুদুল হাসান আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়।গত বছরের ৫ আগস্টের পর অনিয়ম-দুর্নীতির অভিযোগে তাঁকে অধ্যক্ষের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়।কয়েকটি মামলায়ও আসামি হন মাহমুদুল।জামায়াত নেতার সঙ্গে তাঁর কথোপকথনের ফাঁস হওয়া অডিওটি ২ মিনিট ৭ সেকেন্ডের।সেখানে মাদ্রাসায় স্বপদে ফিরে যাওয়া ও মামলা থেকে অব্যাহতির বিষয়ে জাকির হোসেনকে আগে একজনের মাধ্যমে টাকা দেওয়ার প্রসঙ্গ তোলেন মাহমুদুল।এ ছাড়া জাকির হোসেন নতুন করে চাঁদা দাবি করেন।

জানতে চাইলে জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান বলেন,বিভিন্ন অভিযোগের ভিত্তিতে জাকির হোসেন মিয়াকে বহিষ্কার করা হয়েছে।জামায়াত ইসলামী কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেয় না।কোনো অনৈতিক কাজে জামায়াতের কেউ জড়িত থাকলে অবশ্যই তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

অডিওর সত্যতার বিষয়ে জানতে মাহমুদুল হাসানকে কল করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

জাকির হাসান কল কল রিসিভ করেননি।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares