অপরাধ-আইন-আদালত

ফরিদপুরে দ্রুতগতির অবৈধ মোটরসাইকেল জব্দ

  প্রতিনিধি ১৬ মার্চ ২০২৪ , ৫:৩৭:৪১ প্রিন্ট সংস্করণ

বোয়ালমারী(ফরিদপুর) প্রতিনিধি।।বাংলাদেশে চলাচলে অনুমতি নেই এমন একটি দ্রুতগতির মোটরসাইকেল জব্দ করেছে স্থানীয় থানা পুলিশ।মঙ্গলবার রাত ১১টার দিকে ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের ডাকবাংলোর সামনে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি পাওয়া যায়।

থানা সূত্রে জানা গেছে,৩৫০ সিসি গতির ইংল্যান্ডের বিখ্যাত রয়েল এনফিল্ড কোম্পানির তৈরি ওই মোটরসাইকেলের এখনও বাংলাদেশে চলাচলের অনুমোদন নেই।গাড়িটির দাম সাত লাখ টাকার বেশি।গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডাকবাংলোর সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।এর কোনো নম্বর প্লেটও নেই।এর আগে ওই বাইকের ওপর বসা অবস্থায় পৌরসভার রায়পুর গ্রামের মেহেদী হাসান আবদুল্লাহর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, বাংলাদেশে চলাচল নিষিদ্ধ মোটরসাইকেলটি কোথা থেকে কীভাবে বোয়ালমারীতে এলো,তা খতিয়ে দেখা হচ্ছে।তাদের কাছে একটি ছবি আছে।ছবিতে ওই মোটরসাইকেলের পাশে মেহেদী হাসান নামে একজন দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে মোটরসাইকেলের মালিক কে বা এটি বোয়ালমারী আনার পেছনে কারা জড়িত তা জানা যাবে।এ ব্যাপারে অবশ্যই মামলা হবে।

আরও খবর

Sponsered content