বিনোদন

প্রেমিকা সঙ্গীতা জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে দেন-সালমান

  প্রতিনিধি ৩ এপ্রিল ২০২৩ , ৪:৪৪:০২ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক রিপোর্ট।।প্রায় একই সময় বলিউডে অভিনয় শুরু করেছিলেন সালমান এবং সঙ্গীতা বিজলানি।তাদের সম্পর্কটা বন্ধুত্ব দিয়ে শুরু হলেও ১৯৮৬ সালের দিকে তারা প্রেমে পড়েন।

সম্পর্কে থাকার আট বছর পর বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন তারা; কিন্তু বিয়ের এক মাস আগে তাদের সম্পর্কে ফাটল ধরে।সালমানের ৫৭তম জন্মদিন উপলক্ষ্যে অভিনেতার বোন অর্পিতা খানের বাড়িতে পার্টির আয়োজন করা হয়।আর সেই অনুষ্ঠানে সাবেক প্রেমিকা সঙ্গীতা এলে তার কপালে চুমু এঁকে দেন সালমান।

সালমান খান বলিউড ভাইজান হিসেবে পরিচিত।পঞ্চাশ পার করেছেন তিনি; এখনো বিয়ের নাম নেই।ক্যারিয়ারের শুরু থেকেই তিনি জড়িয়েছেন একাধিক নারীর সঙ্গে।

সালমানের বাবা সেলিম খান বলিউডের সঙ্গে যুক্ত ছিলেন। আর সেই সুবাদে ছোটবেলা থেকেই বলিউডের সংস্পর্শে ছিলেন ভাইজান।তাই কলেজ জীবন শেষ করেই অভিনয়ে চলে আসেন তিনি।১৯৮০ সালে নাম লেখান বলিউডে।আর প্রেমের অভিষেকটাও হয় সে বছরই।সঙ্গীতা বিজলানি ছিলেন তৎকালীন মিস ইন্ডিয়া বিজয়ী।কৌশলে জয় করে নিলেন সেই সুন্দরীর মন।ব্যস শুরু হয়ে গেল দুজনার জমজমাট প্রেম।

সম্পর্কে থাকার আট বছর পর বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন তারা; কিন্তু বিয়ের এক মাস আগে তাদের সম্পর্কে ফাটল ধরে।

সালমানকে নিয়ে সঙ্গীতার মনে হঠাৎ সন্দেহ জেগে ওঠে। সালমান তাকে ছাড়াও অন্য কারও সঙ্গে সময় কাটাচ্ছেন বলে সন্দেহ করেন তিনি।তাই সালমানের ব্যাপারে খুঁটিনাটি খোঁজখবর রাখতে শুরু করেন সঙ্গীতা।

বিয়ের এক মাস আগে সঙ্গীতা জানতে পারেন,তাদের সম্পর্কে তৃতীয় এক ব্যক্তি এসে পড়েছেন।পাকিস্তানি-আমেরিকান অভিনেত্রী সোমি আলির সঙ্গে পরকীয়া সম্পর্ক রয়েছে সালমানের।

সোমির সঙ্গে সালমানের সম্পর্কের কথা জানার পর মন ভেঙে যায় সঙ্গীতার।১৯৯৪ সালের ২৭ মে বিয়ে হওয়ার কথা ছিল সালমান এবং সঙ্গীতার।কিন্তু সোমির ব্যাপারে জানার পর এপ্রিল মাসেই বিয়ে ভেঙে দেন সঙ্গীতা।

সালমানের ৫৭তম জন্মদিনে অর্পিতার বাড়িতে সঙ্গীতা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।সঙ্গীতা যখন অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন তখন তাকে জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে দেন সালমান।এই দৃশ্য পাপারাৎজিদের ক্যামেরার লেন্সে ধরা পড়ায় আবারো বলিপাড়ায় তাদের নিয়ে আলোচনা শুরু হয়;কিন্তু তাতে কান দেননি সালমান।

করণ জোহরের টকশোয়ে এসে পরোক্ষভাবে সঙ্গীতাকে নিয়ে কথা বলেন ভাইজান।তিনি বলেন,একটা সময় ছিল,যখন আমি সত্যিই বিয়ে করতে চাইতাম; কিন্তু সবাই মনে করত যে,আমি প্রেমিক হিসেবেই ঠিক আছি।আমায় বিয়ে করা মানে সারা জীবন সহ্য করা।তা খুব কঠিন কাজ।’

আরও খবর

Sponsered content