প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২৫ , ৮:০৯:২৮ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।বুধবার (২৪ ডিসেম্বর) আইন,বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়,বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে দেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ প্রদান করেছেন।এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।
এর আগে গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে আইন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম জানান,নবনিযুক্ত প্রধান বিচারপতি আগামী রোববার শপথ গ্রহণ করবেন।
বিদায়ী প্রধান বিচারপতির অবসর
বর্তমান ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী শনিবার অবসরে যাচ্ছেন।তিনি গত বছরের ১১ আগস্ট প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন।সুপ্রিম কোর্টের বার্ষিক ছুটি চলমান থাকায় গত বৃহস্পতিবারই ছিল তার কার্যত শেষ কর্মদিবস।প্রচলিত রীতি অনুযায়ী ওই দিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়।
নতুন প্রধান বিচারপতির সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী জন্মগ্রহণ করেন ১৯৬১ সালের ১৮ মে। তিনি বিচারাঙ্গনের একটি পরিচিত পরিবারের সন্তান।তার পিতা প্রয়াত এএফএম আবদুর রহমান চৌধুরী সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।পরবর্তীতে যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপর উচ্চতর ডিগ্রি (মাস্টার্স) সম্পন্ন করেন।
বিচারিক ক্যারিয়ার
১৯৮৫ সালে জজ কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত
১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশায় অন্তর্ভুক্ত
২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ
দুই বছর পর স্থায়ী বিচারক হিসেবে পদোন্নতি
পরবর্তীতে আপিল বিভাগে বিচারপতি হিসেবে দায়িত্ব পালন
আইনাঙ্গনে প্রত্যাশা
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে একজন সংবিধান-মনস্ক,অভিজ্ঞ ও ভারসাম্যপূর্ণ বিচারক হিসেবে বিবেচনা করা হয়। প্রধান বিচারপতি হিসেবে তার নেতৃত্বে বিচার বিভাগের স্বাধীনতা,মামলার জট নিরসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নতুন গতি আসবে—এমন প্রত্যাশা আইনাঙ্গনের সংশ্লিষ্টদের।











