প্রতিনিধি ২১ মে ২০২৩ , ২:০১:২৯ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্ক রিপোর্ট (সময় সংবাদ)।।প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন সময় হত্যার চেষ্টা চালানো হয়েছে। ১৫ বারের মতো বঙ্গবন্ধু কন্যার ওপর চালানো হয়েছে সশস্ত্র হামলা।এ ধারাবাহিকতায় এবার আবার রাজশাহীর বিএনপি নেতা প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানোর হুমকি দিলেন।
সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

গত শুক্রবার (১৯ মে) সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেফতার বন্ধ,সরকারের দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন,আর ২৭ দফা-১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে,শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনার পদত্যাগের জন্য যা যা করার দরকার আমরা করবো ইনশাআল্লাহ।

















