প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৬ , ৮:২৩:০২ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম প্রতিনিধি:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে চট্টগ্রাম-৪ (নির্বাচনি এলাকা নম্বর ২৮১) আসনের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জারি করা প্রতীক বরাদ্দ–সংক্রান্ত একটি চিঠিতে বানান বিভ্রাটকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক শুরু হয়েছে।চিঠির একাধিক অংশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বরাদ্দকৃত প্রতীক ‘ধানের শীষ’–এর পরিবর্তে ‘ধোনের শীষ’ লেখা হয়েছে বলে দাবি করছেন নেটিজেনরা।

প্রাপ্ত তথ্যে জানা যায়,বিভাগীয় কমিশনার,চট্টগ্রাম ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রকাশিত ওই নথিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর নামের পাশে রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং প্রতীক হিসেবে ধানের শীষ উল্লেখ থাকার কথা থাকলেও দুই স্থানে ‘ধোনের শীষ’ লেখা রয়েছে।বিষয়টি নজরে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নথিটির ছবি ছড়িয়ে পড়ে।
নেটিজেনদের একটি অংশ বলছেন,নির্বাচন–সংক্রান্ত গুরুত্বপূর্ণ সরকারি নথিতে এ ধরনের বানান ভুল প্রশাসনিক অমনোযোগিতা ও পেশাগত দক্ষতা নিয়ে প্রশ্ন তোলে।কেউ কেউ নির্বাচন কমিশনের তদারকি ও যাচাই প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন।আবার আরেকটি অংশ মনে করছেন,এটি অনিচ্ছাকৃত টাইপোগ্রাফিক্যাল ভুল হতে পারে,যা দ্রুত সংশোধনযোগ্য।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।তবে নির্বাচন বিশ্লেষকদের মতে,নির্বাচনের মতো সংবেদনশীল প্রক্রিয়ায় প্রতীক ও প্রার্থীর তথ্য নির্ভুলভাবে উপস্থাপন করা অত্যন্ত জরুরি।সামান্য বানান ভুলও বিভ্রান্তি তৈরি করতে পারে এবং আস্থার সংকট ডেকে আনতে পারে।
এ বিষয়ে নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ব্যাখ্যা ও প্রয়োজনীয় সংশোধনী এলে পরিস্থিতি পরিষ্কার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।













