ব্যবসা ও বাণিজ্য সংবাদ

প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ২ লাখ ৭২৬ টাকা

  প্রতিনিধি ৭ অক্টোবর ২০২৫ , ৭:০৫:৩৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।সোনার দাম যেন লাগামছাড়া।বিশ্ববাজারের সঙ্গে তাল রেখে দেশের বাজারেও টানা বাড়ছে মূল্যবান এ ধাতুর দাম।মঙ্গলবার থেকে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সোনার দাম দুই লাখ টাকা ছাড়ায়।এর মধ্যে নতুন ঘোষণা এসেছে,বুধবার থেকে আরেক দফা বাড়বে সোনার দাম। এ দফায় ভালো মানের সোনার দাম ভরিতে বাড়বে ১ হাজার ৪৬৯ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার সন্ধ্যায় আরেক দফা সোনার মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়। তাদের হিসাব অনুযায়ী,বুধবার থেকে সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৪৬৯ টাকা বাড়বে।সর্বশেষ গত সোমবার সোনার দাম ৩ হাজার ১৫০ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাজুস।এ নিয়ে গত চার দিনে ভরিপ্রতি সোনার দাম বেড়েছে ৬ হাজার ৮৪৮ টাকা

জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, দাম বাড়ার পর দেশের বাজারে কাল বুধবার থেকে ভালো মানের এক ভরি, অর্থাৎ ২২ ক্যারেটের হলমার্ক করা সোনা কিনতে খরচ করতে হবে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৫ হাজার ৪৩১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকায় বিক্রি হবে।

এদিকে পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ২ লাখ ৭২৬ টাকা, ২১ ক্যারেট সোনা ১ লাখ ৯১ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকায় বিক্রি হয়েছে।

সেই হিসাবে আগামীকাল থেকে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৪৬৯ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৩৯৯ টাকা এবং ১৮ ক্যারেটে ১ হাজার ২০২ টাকা দাম বাড়বে। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ১ হাজার ২৭ টাকা বাড়বে।

সোনার পাশাপাশি রুপার দামও বেড়েছে।এ দফায় এক ভরি রুপার দাম সর্বোচ্চ ১ হাজার ২৬ টাকা বেড়েছে।তাতে ভালো মানের,অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম বেড়ে হবে ৪ হাজার ৬৫৪ টাকা।এ ছাড়া ভরিপ্রতি ২১ ক্যারেট রুপার দাম বেড়ে ৪ হাজার ৪৪৪ টাকা,১৮ ক্যারেট ৩ হাজার ৮০৩ টাকা ও সনাতন পদ্ধতির রুপার দাম বেড়ে ২ হাজার ৮৫৮ টাকা হবে।

সেই হিসাবে ভরিতে ২১ ক্যারেট রুপার দাম ৯৯১ টাকা,১৮ ক্যারেটে ৮৪০ টাকা ও সনাতন পদ্ধতির রুপার দাম ভরিতে ৬৩০ টাকা করে বাড়ছে।

আরও খবর

Sponsered content