সারাদেশ

প্যারাডাইস ক্যাবলস শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

  প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:০১:১২ প্রিন্ট সংস্করণ

0Shares

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।।নারায়ণগঞ্জের প্যারাডাইস ক্যাবলস লিমিটেডের শ্রমিকরা তাদের ১৮ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন।

রবিবার (২৬ ফেব্রুয়রি) জাতীয় প্রেসক্লাবের সামনে প্যারাডাইস ক্যাবলস লিমিটেড শ্রমিক ইউনিয়নের ব্যানারে তারা এই বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশে শ্রমিকরা জানান,নারায়ণগঞ্জের ফতুল্লাহর কুতুব আইলে অবস্থিত প্যারাডাইস ক্যাবলস লিমিটেডে প্রায় ২৬০ জন শ্রমিক দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।কিন্তু তারা তাদের বেতন সঠিক সময়ে পাচ্ছেন না।মালিকপক্ষ বিভিন্ন সময়ে ১৮ মাস ধরে তাদের কোনও বেতন-ভাতা দিচ্ছে না। এতে অনাহারে ও অর্ধাহারে তারা দুর্বিষহ জীবন-যাপন করছেন।

শ্রমিকরা আরও বলেন,কারখানাটির মালিক চার ভাইয়ের অভ্যন্তরীণ কোন্দোলের কারণে শ্রমিকদের বেতন-ভাতা আটকে আছে।হয় তারা শ্রমিকদের নিয়মিত বেতন দিয়ে কারখানা চালু রাখুক,নয়তো আইন অনুযায়ী বকেয়া বেতন ভাতা পরিশোধ করে কারখানা বন্ধ করে দিক।কিন্তু তারা দুটির একটিও করছে না।এটা তো হতে দেওয়া যায় না।

অবিলম্বে তাদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করলে শ্রমিক ট্রেড ইউনিয়নগুলোর নেতাদের নিয়ে কারখানাটির বিরুদ্ধে কঠোর আন্দোলনে গড়ে তোলার হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।

প্যারাডাইস ক্যাবলস লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রাসেলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন— বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম হোসেন,নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,প্যারাডাইস ক্যাবলস লিমিটেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজমুল হক,সহ-সভাপতি মো.সেলিম প্রমুখ।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares