সারাদেশ

পুকুরে মিলল ডাচ-বাংলা ব্যাংকের লকার,এলাকায় চাঞ্চল্য

  প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৫ , ৯:০৪:৩৭ প্রিন্ট সংস্করণ

নীলফামারী প্রতিনিধি।।সোমবার সকাল সাতটার দিকে নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের একটি পুকুরে অদ্ভুত ঘটনার সাক্ষী হলেন স্থানীয়রা।মাছ ধরতে পুকুরে নামার সময় স্থানীয়দের নজরে আসে পানিতে ভারী কিছু বস্তু। কাছে গিয়ে দেখা যায় সেটি একটি লোহা-ভোল্ট বা লকার, যার গায়ে স্পষ্টভাবে লেখা ‘ডাচ-বাংলা ব্যাংক’।

ঘটনার বিবরণ:
স্থানীয়রা কৌতূহলবশত লকারটির দিকে এগিয়ে আসলে তা দেখতে পান বড় ও ভারী।মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে এবং এলাকার মানুষজন উৎসুক হয়ে ঘটনাস্থলে ভিড় জমান।

খবর পেয়ে নীলফামারী সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় লকারটি পুকুর থেকে উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা:
পুলিশের ধারণা,এটি হয়তো কোনো ডাকাতির অংশ অথবা চোরচক্রের কাজে ব্যবহৃত লকার হতে পারে।লকারটি কোনো ব্যাংক শাখা থেকে চুরি হয়ে নিরাপদ স্থানে সরানোর সময় বা ধরা পড়ার ভয়ে পুকুরে ফেলা হতে পারে।

রহস্য অমীমাংসিত:
এখনো নিশ্চিতভাবে জানা যায়নি লকারে কী আছে।পুলিশ লকার খোলার চেষ্টা করছে এবং ঘটনার সঙ্গে জড়িত কারো সন্ধান করছে।স্থানীয়রা এই অদ্ভুত ঘটনায় চমকে উঠেছেন এবং কৌতূহল প্রকাশ করেছেন।

আরও খবর

Sponsered content