সারাদেশ

পিতার কবর জিয়ারত ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে মনোনয়নপত্র দাখিল করলেন রাজিব আহসান

  প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৫ , ৪:৪৪:১৯ প্রিন্ট সংস্করণ

পিতার কবর জিয়ারত ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে মনোনয়নপত্র দাখিল করলেন রাজিব আহসান

মেহেন্দিগঞ্জ(বরিশাল) প্রতিনিধি।।বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ–হিজলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী রাজিব আহসান পিতার কবর জিয়ারত ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়ন দাখিলের পূর্বে তিনি পারিবারিক কবরস্থানে প্রয়াত পিতা মরহুম মাষ্টার মিজানুর রহমানের কবর জিয়ারত করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন।এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

এর আগে স্থানীয় সাব-রেজিস্টার অফিস জামে মসজিদে বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে রাজিব আহসান বলেন, “বাবার আদর্শ ও দোয়া নিয়েই মানুষের সেবা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যেতে চাই।” দোয়া মাহফিলে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দুপুর আড়াইটার দিকে তিনি মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমানের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফাহিম হাসান খান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন,সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু,সদস্য সচিব সিহাব আহাম্মেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা,পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন,পৌর বিএনপির সাবেক সভাপতি জিয়াউদ্দিন সুজন,পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু,উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content