প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ৪:৫৭:৩৫ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ফারুক ওয়াসিফকে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়,প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন,২০১৮-এর ধারা ৯(২) অনুযায়ী ফারুক ওয়াসিফকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে পিআইবির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
ফারুক ওয়াসিফ আগামী দুই বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন।এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়,জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।











