প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৫ , ৩:০৬:২৮ প্রিন্ট সংস্করণ
পাবনা প্রতিনিধি।।পাবনার ভাঙ্গুড়ায় প্রেমিক ও তার বন্ধুদের হাতে নবম শ্রেণি পড়ুয়া এক কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।উপজেলার একটি গ্রামে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।স্থানীয় বিলের মধ্য নিয়ে গিয়ে তাকে তার প্রেমিক বুলবুল ও দুই বন্ধু মিলে ধর্ষণ করে বলে বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।পরে পুলিশ রবিবার (৭ ডিসেম্বর) প্রেমিক বুলবুলকে (১৯) গ্রেপ্তার করেছে।কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা সদরে পাঠানো হয়েছে।খবর পেয়ে ভাঙ্গুড়া থানার পুলিশ ও সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মামলার এজাহারে জানা গেছে,ভুক্তভোগী স্কুলছাত্রীর সঙ্গে বুলবুলের প্রেমের সম্পর্ক রয়েছে।ঘটনার দিন গত শুক্রবার রাত ১০টার দিকে ছাত্রীকে চাচকিয়া বিলের মধ্যে ডেকে নিয়ে গিয়ে বুলবুল এবং তার বন্ধু সোহানুজ্জামান ও তাওহিদ মিলে পর্যায়ক্রমে ধর্ষণ করে।এ সময় তারা মেয়েটির অশ্লীল ভিডিও ধারণ করে এবং ঘটনাটি কাউকে জানালে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।পরদিন দুপুরে ঘটনা জানাজানীর পর ভুক্তভোগী মেয়েটির বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেন।
মামলার পর রবিবার ভাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার মো. আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ভুক্তভোগীকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য পাবনা সিভিল সার্জনের অফিসে পাঠানো হয়েছে।
ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,চারজনকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে।এর আসামি বুলবুলকে গ্রেফতার করেছে পুলিশ।

















