জাতীয়

পাপন এপিএস হিসেবে নিজ জেলার সন্তান মোহাম্মদ আলমগীরকে বেছে নিয়েছেন

  প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৪ , ৩:১২:২০ প্রিন্ট সংস্করণ

0Shares

নিজস্ব প্রতিবেদক।।মন্ত্রী-প্রতিমন্ত্রীগণ নিজেদের পছন্দ অনুযায়ী সহকারী একান্ত সচিব নিয়োগ (এপিএস) দিতে পারেন।গত মেয়াদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এপিএস ছাড়াই পাঁচ বছর কাটিয়েছেন।বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন অবশ্য নিজের পছন্দ অনুযায়ী সহকারী একান্ত সচিব পেয়েছেন।

নাজমুল হাসান পাপনের নিজ জেলা কিশোরগঞ্জ। পাপন এপিএস হিসেবে নিজ জেলার সন্তান মোহাম্মদ আলমগীরকে বেছে নিয়েছেন।নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে অনেক দিন থেকেই কাজ করছেন আলমগীর।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির সঙ্গে আলমগীর প্রায় সার্বক্ষণিক থাকায় ক্রীড়াঙ্গনেও পরিচিতি রয়েছে তার।

সহকারী একান্ত সচিব জাতীয় বেতন স্কেলে নবম গ্রেডের মাসিক সম্মানী পাবেন৷সহকারী একান্ত সচিবের মেয়াদ মন্ত্রীর মেয়াদ পর্যন্ত অথবা মন্ত্রী/প্রতিমন্ত্রীগণ যতদিন এপিএস রাখার অভিপ্রায় পোষণ করেন।আজ এক প্রজ্ঞাপনে পাঁচ জন মন্ত্রী/প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিবের প্রজ্ঞাপন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares