জাতীয়

পানির নীচে তলিয়ে যাবে ঢাকা সহ ২০ দেশ

  প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৩ , ১:৪৭:০৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।সম্প্রতি পানির নীচে তলিয়ে যাবে এমন ২০টি শহরের একটি তালিকা প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম।তালিকায় এক নম্বরে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।

 

বিশ্ব অর্থনৈতিক ফোরামের সেমিনারের আলোচকরা প্রধানত বৈশ্বিক জলবায়ু পরিবর্তন,শহরগুলোর ভৌগোলিক অবস্থান ও পরিবেশ ধ্বংসের কারণে এই বিপর্যয় ঘটবে বলে মনে করছেন।

 

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্য অনুযায়ী, তলিয়ে যাওয়া শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা আর ১৮ তম স্থানে রয়েছে খুলনা।তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা,তৃতীয় অবস্থানে রয়েছে নাইজেরিয়ার রাজধানী লাগোস।আর ২০ নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকার রাজধানী ক্যাপটাউন।

এর বাইরে তলিয়ে যাওয়া শহরের মধ্যে রয়েছে, ভার্জিনিয়া, বেনিস, ব্যাংকক, রটোডাম, মুম্বাই, হাউসটন ছাড়াও আরো কিছু শহর।

আরও খবর

Sponsered content