জাতীয়

পাটুরিয়ায় রজনীগন্ধা-৭ ডুবির ঘটনা তদন্তে কমিটি গঠন

  প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৪ , ১:১২:৫০ প্রিন্ট সংস্করণ

মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের পাটুরিয়ায় রজনীগন্ধা-৭ ডুবির ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ।দুটি কমিটিই পাঁচ সদস্যের।

মানিকগঞ্জের ডিসি রেহেনা আক্তার ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোস্তফা কামাল বুধবার দুপুরে কমিটি দুটি গঠন করার কথা জানান।

জেলা প্রশাসন গঠিত কমিটির নেতৃত্বে আছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা জেসমিন।

সাত কার্যদিবসের মধ্যে কমিটি দুটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

বুধবার সকাল ৮টার দিকে ডুবে যাওয়া ফেরির বিষয়ে সোয়া ৮টার দিকে খবর পায় ফায়ার সার্ভিস।

এরপর আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট সেখানে গিয়ে কাজ শুরু করে।ঢাকার সিদ্দিক বাজার থেকে আরো একটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়।

ডুবুরিরা সেখানে ছয়জনকে জীবিত উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে কারো মৃত্যুর তথ্য মেলেনি।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “ঘন কুয়াশার কারণে ফেরিটি ঘাটের কাছাকাছি নোঙর করা ছিল।একটি ছোট মালবাহী জাহাজ ফেরিটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।ফেরির সহকারী চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না।”

প্রতিমন্ত্রী বলেন, রজনীগন্ধা-৭ একটি ইউটিলিটি টাইপ (ছোট) ফেরি।অন্তত পাঁচটি ছোট ট্রাক এবং দুটি বড় ট্রাক ওই ফেরিতে ছিল।

“ট্রাকের কর্মী ও ফেরির কর্মীরা ছাড়া আর কোনো যাত্রী ছিল বলে আমার কাছে এখন পর্যন্ত তথ্য নেই।সকলকে উদ্ধার করা হয়েছে,শুধু ফেরির চালকের সহকারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।”

তবে পাটুরিয়া ঘাটে বিআইডব্লিউটিসির এজিএম আব্দুস সালাম বলেছেন,ওই ফেরিতে ট্রাক ছিল নয়টি। রাত ১টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে এলেও কুয়াশার কারণে পাটুরিয়া ঘাটে পৌঁছাতে না পেরে মাঝ নদীতে আটকে ছিল।সকালে আবার রওনা দিলেও ঘাটে পৌঁছানোর আগে দুর্ঘটনায় পড়ে।

ওই ফেরিতে থাকা এক ট্রাকের মালিক নাজমুল হাসান অবশ্য ভিন্ন কথা বলেছেন।পাটুরিয়া ঘাটে সাংবাদিকদের তিনি বলেন, “কোনো বাল্কহেড ধাক্কা দেয়নি।নিচ দিয়ে পানি উঠে ডুবে গেছে।ট্রলারে করে লোকজন এসে আমাকেসহ কয়েকজনকে উদ্ধার করেছে।

আরেক ট্রাকের কর্মী শহিদুল ইসলাম বলেন, “ফেরিওয়াদের গাফিলতিতে ফেরি ডুবছ।ঘাটের ২০০ মিটারের কাছে,তাও ডুবে গেছে।নিচ দিয়ে পানি উঠছিল,কাউকে তারা জানায়নি।”

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া বলেন, “ফেরির একজন স্টাফ নিখোঁজ আছেন।তার খোঁজে তল্লাশি চলছে।”

 

হামজা দৌলতদিয়া ঘাট থেকে ঘটনাস্থলে গেছে।আর অপর জাহাজ রুস্তম রওনা হয়েছে মুন্সীগঞ্জের মাওয়া ঘাট থেকে।

 

এ ছাড়া আরিচা নদী বন্দরের উদ্ধারকারী দল সেখানে উদ্ধার কার্যক্রমে যোগ দিয়েছে।

আরও খবর

Sponsered content