প্রতিনিধি ১১ অক্টোবর ২০২২ , ১২:৫০:৪১ প্রিন্ট সংস্করণ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। খুলনার পাইকগাছায় খড়িয়া দাখিল মাদরাসা সুপারকে মারপিটের ঘটনায় ক্ষমা চেয়ে রেহাই পেলেন ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন।

গত ৪ অক্টোবর বেলা সাড়ে ১১ টায় মাদরাসায় মারপিটের ঘটনায় সুপার মোঃ মনিরুজ্জামান বাদী হয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক মেম্বর গাউস সানা সহ ঘটনায় জড়িতদের রিরুদ্ধে থানায় জিডি করেন,যার নং- ২৩১।
দু’পক্ষের মিমাংসার পর মঙ্গলবার দুপুরে সুপার জিডিটি প্রত্যাহার করে নিয়েছেন। এ সময় ওসি মোঃ জিয়াউর রহমান ম্যানেজিং কমিটির সভাপতিকে উদ্দেশ্য করে বলেন,কি কারনে একজন মুরুব্বি মাদরাসা সুপারকে মারপিট করা হল? কেন দু’জন ৪র্থ শ্রেনীর নিয়োগ নিয়ে সুপারের কাছে টাকা দাবী করা হল? কিন্তু সভাপতি শুধু নিজের ভূল স্বীকার করে ক্ষমা চাইলেও সন্তোষ জনক কোন উত্তর দিতে ব্যর্থ হন।
এ সময় মাদরাসা শিক্ষক আঃ রশীদ, পাইকগাছা পৌরসভাস্থ আলিম মাদরাসা শিক্ষক আঃ গফুর সহ অনেকে উপস্হিত ছিলেন। তবে ম্যানেজিং সভাপতি অভিযোগ করেন বিগত কমিটির সভাপতি ইদ্রিসুর রহমান মন্টু ১৮-৬-২২ তারিখে ঐ দু’জন কর্মচারী নিয়োগ দিয়ে ১৩/১৪ লক্ষ টাকা নিয়েছেন।
এ অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ইদ্রীসুর রহমান মন্টু প্রশ্ন রেখে বলেন, টাকা লেনদেন কি মেম্বর অর্থাৎ বর্তমান সভাপতি দেখেছে? এদিকে মিমাংসার কথা স্বীকার করে মাদরাসা সুপার মোঃ মনিরুজ্জামান বলেন,ক্ষমাই মহৎ গুন।
যেহেতু প্রতিষ্ঠানে চাকুরী করতে হবে সে কারনে আমরা মিমাংসা করে নিয়েছি।
ওসি মোঃ জিয়াউর রহমান জানান, সভাপতি’র মাদরাসা সুপারের গায়ে হাত তোলা মোটেই ঠিক হয়নি। এ ঘটনায় সভাপতি ক্ষমা চাইলে সুপার মিমাংসা করে নিয়েছেন।













