জাতীয়

পদ্মা সেতু দিয়ে ঢাকায় চলাচল করবে আরও দুটি ট্রেন

  প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৩ , ৪:৪৬:১৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।রাজবাড়ী হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় চলাচল করবে আরও দুটি ট্রেন।নতুন দুটি ট্রেন এ জেলার ওপর দিয়ে চলাচলের খবরে স্থানীয়রা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

১ ডিসেম্বর থেকে রাজশাহী থেকে আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ও খুলনা থেকে নকশীকাঁথা মেইল ট্রেন চলাচল করবে বলে জানান রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত।

নতুন দুটি ট্রেন চলাচলের খবরে আনন্দ প্রকাশ করে রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা রবিউল আওয়াল বলেন, “এরই মধ্যে এ জেলার ওপর দিয়ে সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস চলাচল করছে।শুধু রাজবাড়ী স্টেশনে থামার কারণে এর সুবিধা গোটা জেলার মানুষ পাচ্ছে না।”

নতুন করে চালু হতে যাওয়া ট্রেনের মধ্যে লোকাল ট্রেন নকশীকাঁথা প্রায় প্রতিটি স্টেশনে থামবে; সেক্ষেত্রে সবাই সুবিধা পাবেন বলে জানান তিনি।

আরেক বাসিন্দা নেহাল আহমেদ বলেন,বর্তমানে চলাচল করা দুটি ট্রেনে আসন বরাদ্দ কম থাকায় অনেক যাত্রী ট্রেনে করে ঢাকাতে যেতে পারেন না।

রাজশাহী ও খুলনা থেকে নতুন ট্রেন চালু হলে রাজবাড়ীর জন‍্য আসন বরাদ্দ বৃদ্ধির দাবি জানান তিনি।

পাংশা উপজেলার বাসিন্দা শাহীন রেজা বলেন, “সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন পাংশার ওপর দিয়ে ঢাকায় গেলেও এ উপজেলায় কোনো স্টপেজ ছিল না।এতে মানুষের মধ্যে অসন্তোষ ছিল।শুনছি আরও দুটি ট্রেন চলবে। আমাদের দাবি থাকবে ট্রেন দুটি যেন পাংশায় থামে।”

রেলওয়ে বিভাগ জানিয়েছে, ১৫ নভেম্বর বাংলাদেশ রেলওয়ের রাজশাহী পশ্চিমাঞ্চলের সহকারী অপারেটিং সুপারিনটেনডেন্ট (পি) মো. আব্দুল আওয়ালের স্বাক্ষরিত চিঠি বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে রাজশাহী-ভাঙ্গা রেলপথে চলাচলকারী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি বর্ধিত করে পদ্মা সেতু হয়ে রাজশাহী-ঢাকা-রাজশাহী এবং খুলনা-গোয়ালন্দ ঘাট পথে চলাচলকারী নকশীকাঁথা ট্রেনটির পথ পরিবর্তন করে খুলনা-ঢাকা-খুলনা পথে চলাচলের জন্য প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত সময়সূচিতে আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে সকাল ৬টা ৪০ মিনিটে ছেড়ে দুপুর ২টায় ঢাকা পৌঁছাবে। একই ট্রেন ঢাকা থেকে দুপুর ৩টায় ছেড়ে রাজশাহী পৌঁছাবে রাত ১০টা ৪০ মিনিটে।

আরও খবর

Sponsered content