জাতীয়

পদ্মা সেতুর ক্রয়ের জন্য ১ হাজার ৪০০ কোটি টাকা ব্যয় বেড়েছে

  প্রতিনিধি ১৮ মে ২০২৪ , ৬:২৭:৩৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক‌‌।।২০১৮ সালের জুনে বাড়তি জমি ক্রয়ের জন্য ১ হাজার ৪০০ কোটি টাকা ব্যয় বাড়ে এবং বিশেষ অনুমোদন দিয়ে ব্যয় দাঁড়ায় ৩০ হাজার ৯৩ কোটি টাকা। সর্বশেষ গত বছর ব্যয় ৩২ হাজার ৬০৫ কোটি টাকা নির্ধারণ করা হয়।

নদীশাসনে বাড়তি ব্যয়ের বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ও বড় প্রকল্প বিষয়ে বিশেষজ্ঞ সামছুল হক গতকাল শুক্রবার গণমাধ্যমকে বলেন,পদ্মার মতো নদীশাসনের কাজ জটিল। তবে প্রায় ১৭ শতাংশ ‘ভেরিয়েশন’ বেশি।

তিনি বলেন,সাম্প্রতিক সময়ে বড় প্রকল্পগুলোতে বড় ‘ভেরিয়েশনের’ একটা প্রবণতা দেখা যাচ্ছে।অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় কাজ যুক্ত করে ব্যয় বাড়ানো হয়।এসব কাজ সম্পন্ন করা হয় রাজনৈতিকভাবে প্রভাব রাখে,এমন সহঠিকাদারের মাধ্যমে।ফলে প্রকল্পের ব্যয় বাড়ে,কাজের মানও খারাপ হয়।

এ বিষয়ে সরকারের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) আরও দায়িত্ব নিয়ে কাজ করার সুযোগ আছে।

আরও খবর

Sponsered content