প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২২ , ৪:৩৩:৫০ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি।শশুর বাড়ি থেকে ১০লাখ টাকা নিয়ে নিয়ে চাকরিতে যোগদান করেন ৩বছর পরে পরকীয়া প্রেমিকের সাথে বরগুনায় একই বাসায় ধড়া পরে ২৭নভেম্বর অবশেষে অবৈধ প্রেমিকাকে ২লাখ টাকার বিনিময়ে বিদায়ে অবশেষে প্রস্তাব প্রথম স্ত্রীর নিকট টাকা দাবি,সেই দাবি পূরণ না করতে পারায় প্রথম স্ত্রী ও আত্মায়ীস্বজনদের ফায়ার সার্ভিস অফিসের সামনে মারধর ও হুমকি দেওয়া হলে, ২৮ নভেম্বর সদর থানায় প্রথম স্ত্রী কর্তূক অভিযোগ।

এ বিষয় ফায়ার সার্ভিসের মধ্যস্তাকারী কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ঘটনার জানান,আমরা উভয়ের জন্যই মঙ্গল কামনায় থানা পুলিশের পরামর্শ নিয়ে মিংমাসার চেষ্টা করেছি।
অতপর সম্ভব না হওয়ায় বিভাগীয় ব্যবস্থা গ্রহনের সুপারিশ করা হয়েছে।
ফায়ার সার্ভিস কর্মী এনামুল ইসলাম কালিকা পুর ইউনিয়ানের বহলগাছিয়া গ্রামের বাসিন্দা।একই এলাকায় পারিবারিক ভাবে বিয়ে হয়।পরে চাকুরীতে যোগ দানে জন্য ১০ লাখ টাকা যৌতুক হিসেবে নেয়।।
কিন্তুু সবকিছু উপেক্ষা করে ফের পরকীয়া প্রেমিকাকে নিয়ে দীর্ঘ দেড় বছর বিভিন্নস্থানে পার করে অবশেষে বরগুনায় একই বাসায় অবৈধ প্রেমিকাকে নিয়ে ২০ দিন ধরে থাকছে এমন সংবাদ অফিসিয়ালভাবে তাদের ডেকে নিয়ে আসা হয় এবং বরগুনায় জামেলা মিট না হওয়ায় পটুয়াখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

















