প্রতিনিধি ২১ জুন ২০২৫ , ৫:৩৭:৩১ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।সাধারণ মানুষের বৈধ ব্যক্তিগত প্রয়োজন পূরণে সাউথইস্ট ব্যাংক নিয়ে এসেছে আকর্ষণীয় শর্তে পার্সোনাল লোন সুবিধা।ডিজিটাল ডিভাইস কেনা,স্বাস্থ্যসেবা, শিক্ষাখাতে ব্যয় কিংবা অন্যান্য ব্যাংকের ঋণ হস্তান্তরের মতো যে কোনো বৈধ ব্যক্তিগত প্রয়োজনে এই লোন ব্যবহার করা যাবে।

লোনের মূল বৈশিষ্ট্য:
সর্বোচ্চ ঋণসীমা: ২০ লাখ টাকা পর্যন্ত
সুদের হার: প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয়
মেয়াদ: ১২ মাস থেকে ৬০ মাস পর্যন্ত কিস্তিতে পরিশোধ
সুবিধা: আংশিক পরিশোধের সুযোগ রয়েছে
যোগ্যতা:
চাকরিজীবী: অন্তত ৩ বছর চাকরির অভিজ্ঞতা এবং বর্তমান প্রতিষ্ঠানে ন্যূনতম ৬ মাস কর্মরত থাকতে হবে
ভাড়ার আয়: বৈধ মালিকানাধীন সম্পত্তির ভাড়ার আয় গ্রহণযোগ্য
ন্যূনতম মাসিক আয়: ২৫,০০০ টাকা
বয়সসীমা: ২৩ থেকে ৬৫ বছর বা অবসরকাল (যেটি আগে হয়)
প্রয়োজনীয় কাগজপত্র:
বৈধ আয়ের প্রমাণ (পে-স্লিপ/বেতন সনদ,ভাড়ার আয় সংক্রান্ত দলিল)
বিগত ১২ মাসের ব্যাংক বিবরণী
আবেদনকারী ও জামিনদারের সদ্য তোলা রঙিন ছবি
জাতীয় পরিচয়পত্র ও সর্বশেষ আয়কর সনদ
ঋণ আবেদনপত্রে উল্লিখিত অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র
ব্যক্তিগত আর্থিক পরিকল্পনায় স্বাধীনতা এনে দিতে এই পার্সোনাল লোন হতে পারে সহজ,নির্ভরযোগ্য ও দ্রুত সমাধান।আগ্রহীরা এখনই সাউথইস্ট ব্যাংকের নিকটস্থ শাখায় যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন।

















