আন্তর্জাতিক

নেপালের সংকট নিরসনে বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন-সেনাপ্রধান জেনারেল অশোক রাজ

  প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২৫ , ৫:২১:২৬ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।নেপালের চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন,সেনাবাহিনী জাতীয় ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

জেনারেল সিগদেল বলেন, ‘চলমান বিক্ষোভে প্রাণহানি ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে।’

তিনি বিক্ষোভকারীদের সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, ‘আইনশৃঙ্খলা বজায় রাখা, জাতীয় ঐক্য নিশ্চিত করা এবং অতিরিক্ত প্রাণহানি ও সম্পদের ক্ষতি এড়ানো আমাদের সবার দায়িত্ব।’

বর্তমান পরিস্থিতিকে তিনি ‘অস্বস্তিকর’ হিসেবে উল্লেখ করে দ্রুত উত্তেজনা প্রশমনের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় সহিংসতায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান সেনাপ্রধান।

আরও খবর

Sponsered content