রাজনীতি

নূরসহ তার সহযোগীদের বেধড়ক পিটিয়েছে-ছাত্রলীগের নেতা কর্মীরা

  প্রতিনিধি ২ আগস্ট ২০২৩ , ৪:২৩:১৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।গণধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূরসহ তার সহযোগীদের বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা।

‘আমরা এখন আর মফিজ নই,বিমানে বসে ঢাকা যাই’‘আমরা এখন আর মফিজ নই,বিমানে বসে ঢাকা যাই’
বুধবার (২ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের সংখ্যা নিশ্চিত করা যায়নি।

বিরোধী রাজনৈতিক দলের ওপর হামলা-মামলা,জনসাধারণ ও শিক্ষার্থীদের জানমালের ক্ষয়ক্ষতি ও হয়রানি,মাদরাসা শিক্ষার্থী হাফেজ রেজাউল হত্যা ও বুয়েট শিক্ষার্থীদের আটকের প্রতিবাদে বিকাল চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ ডাকে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।কিন্তু ছাত্র অধিকার পরিষদের পূর্বঘোষিত কর্মসূচির একই সময়ে পাল্টা কর্মসূচি দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

ছাত্র অধিকার পরিষদের শাহাবাগের দিক থেকে মিছিল নিয়ে টিএসসি আসা মাত্রই তাদের ওপর অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ।এসময় ভিপি নুরের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়ে।নুর ও তার সহযোগীদের মারতে মারতে টিএসসি থেকে দোয়েল চত্বরের দিকে নিয়ে যায়।

আরও খবর

Sponsered content