প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৬ , ১২:৫১:৫৪ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।প্রধান নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা অভিযোগ করছেন,তিনি বিএনপি ঘরানার একনিষ্ঠ সমর্থক হিসেবে নির্বাচনী সিদ্ধান্তে পক্ষপাতিত্ব করছেন।অনেকের বিশ্বাস ছিল সাবেক সিইসি বিচারপতি আবদুর রউফ বা এম এ সাঈদের মতো ইতিহাসে স্বচ্ছ ও নিরপেক্ষ চরিত্র হিসেবে তিনি নাম লেখাবেন,কিন্তু সাম্প্রতিক সময়ে এই প্রত্যাশা হতাশায় পরিণত হয়েছে।

সংশ্লিষ্ট প্রেক্ষাপট অনুযায়ী,সাবেক জ্বালানী সচিব এ এম এম নাসিরউদ্দিন চাকুরিজীবনে বেগম জিয়ার অতি পছন্দের আমলা হিসেবে পরিচিত ছিলেন।২০০৮ সালের জাতীয় নির্বাচনে,যদি বিএনপি এককভাবে অংশগ্রহণ করত, কক্সবাজার-২ (কুতুবদিয়ার-মহেশখালী) আসনে ধানের শীষ প্রতীকে তিনিই প্রার্থী হতেন।কিন্তু জোটবদ্ধ নির্বাচনের কারণে আসনটি বিএনপির জোটসঙ্গী জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আযাদকে দিতে হয়েছিল।
একই সঙ্গে সমন্বয়ক আবু তাসিরের ফেসবুক স্ট্যাটাস সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সামাজিক মাধ্যমের এই ধরনের পোস্ট নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও জনগণের আস্থাকে প্রভাবিত করতে পারে।
এ ঘটনায় রাজনৈতিক মহল ও নির্বাচন সংশ্লিষ্টরা সতর্ক করে দিচ্ছেন যে,কমিশনার ও সমন্বয়কদের নিরপেক্ষতা এবং দায়িত্ব পালন প্রক্রিয়ার স্বচ্ছতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

















