জাতীয়

নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা কঠিন

  প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৬ , ৩:৩৯:৪৭ প্রিন্ট সংস্করণ

নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা কঠিন

বরিশাল প্রতিনিধি।।নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা কঠিন বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বরিশালে সুজন আয়োজিত বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ড. বদিউল আলম মজুমদার বলেন,“নির্বাচনি ট্রেন ট্র্যাকে উঠে গেছে।তবে নির্বাচন নিয়ে এখনো শঙ্কা রয়েছে।রাজনীতিবিদ এবং তাঁদের মনোনীত প্রার্থীরাই চাইলে এই নির্বাচনি প্রক্রিয়াকে ট্র্যাকচ্যুত করতে পারেন।আবার তারা যদি সদাচরণ করেন,সহিংসতায় না জড়ান এবং অপকৌশল পরিহার করেন,তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব।”

তিনি আরও বলেন,রাজনৈতিক উত্তেজনা কমানো, সহিংসতা পরিহার এবং এমপি হওয়ার জন্য অনৈতিক কৌশল বন্ধ করা গেলে একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা যেতে পারে।

সুশাসন নিশ্চিত না হলে প্রতিবারই জনগণকে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলনে নামতে হবে উল্লেখ করে তিনি বলেন, এতে গণতান্ত্রিক ব্যবস্থা ক্রমেই দুর্বল হয়ে পড়বে।

সংলাপে বরিশাল বিভাগের ছয় জেলার প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতারা অংশ নেন।বক্তারা বলেন, নির্বাচন গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও এটি একমাত্র শর্ত নয়।নির্বাচনের পর গণতন্ত্রকে কার্যকর করতে হলে স্বাধীন ও শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলা জরুরি।

তাঁরা আরও বলেন,জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য নির্বাচনী ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন এবং নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

আরও খবর

Sponsered content