সংবাদ বিজ্ঞপ্তি

নিখোঁজ স্ত্রীকে ফিরে পেতে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা—ইতালি প্রবাসী কামরুল

  প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৫ , ২:১৯:৫০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।নিখোঁজ স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন ইতালি প্রবাসী কামরুল ইসলাম।দীর্ঘদিন ধরে স্ত্রীর কোনো সন্ধান না পেয়ে হতাশ হয়ে এ ঘোষণা দেন তিনি।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে,কামরুল ইসলামের স্ত্রী গত (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে)থেকে নিখোঁজ রয়েছেন।

সম্ভাব্য সব আত্মীয়স্বজনের বাড়ি,পরিচিতজন ও বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি।এ ঘটনায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

ইতালি থেকে পাঠানো এক বার্তায় কামরুল ইসলাম বলেন,
“আমার স্ত্রীকে জীবিত ও সুস্থ অবস্থায় ফিরিয়ে দিতে পারলে আমি ৫ লাখ টাকা পুরস্কার দেব।যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সঠিক তথ্য দিলে আমি কৃতজ্ঞ থাকব।”

তিনি আরও জানান,স্ত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তাও চাওয়া হয়েছে।
পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে—কেউ যদি নিখোঁজ নারীর অবস্থান বা কোনো তথ্য জানতে পারেন, তাহলে নিকটস্থ থানায় বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে,নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে আইনানুগ প্রক্রিয়ায় অনুসন্ধান চলছে।

আরও খবর

Sponsered content