অপরাধ-আইন-আদালত

নিখোঁজ ও অপহৃত শিশু উদ্ধারে সিআইডির ‘ফ্রি হেল্পলাইন ১৩২১৯’ ও জরুরি সতর্কতা ব্যবস্থা ‘মুন অ্যালার্ট’ চালু

  প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৬ , ৩:২৭:১০ প্রিন্ট সংস্করণ

নিখোঁজ ও অপহৃত শিশু উদ্ধারে সিআইডির ‘ফ্রি হেল্পলাইন ১৩২১৯’ ও জরুরি সতর্কতা ব্যবস্থা ‘মুন অ্যালার্ট’ চালু

নিজস্ব প্রতিবেদক।।নিখোঁজ ও অপহৃত শিশুদের দ্রুত উদ্ধারে টোল ফ্রি হেল্পলাইন ১৩২১৯ চালু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।একই সঙ্গে প্রথমবারের মতো চালু করা হয়েছে জরুরি সতর্কতা ব্যবস্থা ‘মুন অ্যালার্ট’ (Missing Urgent Notification), যার মাধ্যমে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে উদ্ধার কার্যক্রম আরও জোরদার করা হবে।

মঙ্গলবার (আজ) সকালে সিআইডি সদর দপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির প্রধান মো. ছিবগাত উল্লাহ।এ সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান মাসরুর আরেফিন,বিটিআরসির স্পেকট্রাম বিভাগের পরিচালক মো. নুরুননবী,সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা শাখার অতিরিক্ত পরিচালক মোহা. কামরুজ্জামান এবং অ্যাম্বার অ্যালার্ট ফর বাংলাদেশের আহ্বায়ক সাদাত রহমান।

সিআইডির প্রধান জানান,নিখোঁজ শিশু সংক্রান্ত যেকোনো তথ্য তাৎক্ষণিকভাবে ১৩২১৯,জাতীয় জরুরি সেবা ৯৯৯ কিংবা সিআইডির মিসিং চিলড্রেন সেল নম্বরে জানানো যাবে। প্রাপ্ত তথ্য যাচাই ও ঝুঁকি মূল্যায়নের পর প্রয়োজন অনুযায়ী ‘মুন অ্যালার্ট’ জারি করা হবে।

তিনি আরও বলেন,জরুরি সতর্কবার্তা অফিশিয়াল ওয়েব পোর্টাল,মোবাইল অ্যাপ,অনলাইন ও অফলাইন গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম,ডিজিটাল বিলবোর্ড,ব্যাংকের এটিএম বুথ এবং প্রয়োজনে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে প্রচার করা হবে।পুরো প্রক্রিয়ায় শিশুর নিরাপত্তা, মর্যাদা ও গোপনীয়তা সর্বোচ্চ গুরুত্ব পাবে।

আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম বা শিশু পাচারের আশঙ্কা দেখা দিলে ইন্টারপোলের মাধ্যমে ‘ইয়েলো নোটিশ’ জারির ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান সিআইডির প্রধান।আন্তর্জাতিক সংস্থা ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন (এনসিএমইসি) ও ফেসবুকের সহায়তায় সিআইডি এবং জিরো মিসিং প্ল্যাটফর্মের সমন্বয়ে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

এবিবি চেয়ারম্যান মাসরুর আরেফিন বলেন,দেশের হাজার হাজার ব্যাংক শাখা ও এটিএম বুথের ডিজিটাল স্ক্রিনে নিখোঁজ শিশুর ছবি ও তথ্য প্রদর্শনের মাধ্যমে লাখো মানুষকে একসঙ্গে উদ্ধার কার্যক্রমে যুক্ত করা সম্ভব হবে।এ বিষয়ে সিআইডির সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

আরও খবর

Sponsered content