অপরাধ-আইন-আদালত

নারী আইনজীবীর কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি-এসআই পাঁচজনের বিরুদ্ধে মামলা

  প্রতিনিধি ৫ মার্চ ২০২৫ , ৬:৫৬:০০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।রিমান্ডে এনে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে নারী আইনজীবীর কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার ১১ মাস পর ভুক্তভোগী মুক্তা পারভীন মঙ্গলবার (৪ মার্চ) মামলাটি করেন ।

বিচারক মামলা আমলে নিয়ে অনুসন্ধানের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন। রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির সভাপতি খোন্দকার হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়,২০২৪ সালের ১ এপ্রিল আইনজীবী মুক্তা পারভীনকে গ্রেপ্তার করা হয়।রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।এসআই মাহফুজুর রহমান ২০২৪ সালের ১৬–১৮ এপ্রিল রিমান্ডে নিয়ে তাকে শারীরিক,মানসিক নির্যাতন করেন।রিমান্ডের সময় অন্যায়ভাবে উপস্থিত ছিলেন শেখ আব্দুল্লাহ,জাহিদ উল আলম,রোমান ইসলাম ও মো. ছালাম।

মুক্তা পারভীন বলেন,প্রথমে জানুয়ারি মাসে মামলা করেছিলাম।প্রায় দুই মাস পার হলেও কোনো আসামি গ্রেপ্তার হননি।তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।নানাভাবে আমাকে হয়রানি করার চেষ্টা করছেন।তাই আবারও আদালতের দ্বারস্থ হয়েছি।’

মামলার আসামি মাহফুজুর রহমান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানার সাবেক উপপরিদর্শক।বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত। বাকি চার আসামি হলেন রাজশাহীর ছোট বনগ্রামের শেখ আবদুল্লাহ,শাহমখদুম এলাকার জাহিদ উল আলম, রাজপাড়া থানার রোমান ইসলাম ও মো. ছালাম।

এ বিষয়ে এসআই মাহফুজুর রহমান বলেন,চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মুক্তা পারভীন ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আছে। রেলওয়ে,পুলিশ ও সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে তারা ৭০-৮০ জনের কাছ থেকে দুই কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।তাদের বিরুদ্ধে রাজবাড়ী, সিলেট,রাজশাহী,ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে একাধিক প্রতারণা মামলা আছে।

মাহফুজুর রহমান বলেন,মুক্তা পারভীনের বিরুদ্ধে রাজশাহীর বোয়ালিয়া থানায় তিনটি প্রতারণা মামলা আছে। তদন্তকারী কর্মকর্তা থাকাকালীন আমাকে ঘুষের প্রস্তাব দিয়েছিলেন তিনি।এখন আমাদের হয়রানি করতে তিনি মিথ্যা অভিযোগ করছেন।ভালো করে তদন্ত হলেই সত্য ঘটনা বেরিয়ে আসবে।’

আরও খবর

Sponsered content