প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২৪ , ২:৫২:৩৬ প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি।।বৈষম্যাবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে হত্যা,অমত সহ বিভিন্ন ঘটনায় সায়ের করা মামলাগুলো জানে না তারা বাদী হয়ে মামলা করছে। আবার এজাহারে উল্লিখিত ঘটনাস্থল ও আসামি নিয়ে প্রশ্ন তুলছে আবেদন করেছেন, অনেকে প্রত্যাহারের কথা অনেক মামলার বাদী জড়িয়েস করছে তারা নিজেরা জানে না তারা মামলার বাদী হয়ে আসামীদেরও চিনেন না।সাদা কাগজে স্বাক্ষর নিয়ে এলাকা বাসী।এমনকি মামলায় কি লেখা প্রাে নেই অবগত।পুরোনো শত্রুতা থেকে কাউকে কাউকে ফাঁসাতে তানের চালা হিসেবে ব্যবহার করে এসব মামলা করছে বলেও তারা অভিযোগ করে।এতে প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

সাম্প্রতিক সময়ে মাত্র আন্দোদনকে ঘিরে ফতুল্লা বানায় হত্যাও বিস্ফোরক আইনে বেশ কিছু মামলা হয়েছে।এই সব মামলা নিয়েই আছে নম্র সরকারি সহায়তার নামে আন্দোলনে নিহত ও আহত পরিবারের সদস্যদের দিয়ে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে মামলা নায়ের করা হচ্ছে।
এসব মামলায় প্রভাবশালী বাকিদের বিরুদ্ধে ছনুমের অভিযোগ আনা হয়েছে।তবে কার গুলিতে নিহত হয়েছে,তা সুনির্দিষ্ট করা হয়নি।কোনো কোনো মামলায় জোর করে স্বাদর নেওয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।এতে বিএনপি ও জামায়াতের নেতারা বলে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে থানায় জমা দেবা।
করার কথা বলে মামনা করেছে।অধিকাংশ মামলায় নিহতদের স্বজনরা করছেন,সরকারি সহায়তার কথা বলে তাদের কাম থেকে স্বাক্ষর নেওয় হয়েছে।পরিচিতজনরা মামলার আসামি হওয়ার পর টনক নড়ে বানীর পরিবারের সদস্যদের।কেউ কেউ
মানুষকে যেন হয়রানি না করা হয়,সেটি ভুলে বয়ে আনেন।











