প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২২ , ১১:৩২:৫০ প্রিন্ট সংস্করণ
বাকেরগঞ্জ প্রতিনিধি।।ঝালকাঠির নলছিটি উপজেলার ৬ নং কুশাঙ্গাল ইউনিয়নের চল্লিশ খাঁর দীঘির পাড়ে গতকাল ২১ সেপ্টেম্বর বুধবার আনুমানিক রাত ৩ঃ০০ টার সময় চোরা গরু জবাই করার সময় বাকেরগঞ্জ পৌর কাঁচাবাজরের মাংস ব্যবসায়ী নাসির সরদার নামে একজন গরু চোরকে আটক করেছে নলছিটি থানা পুলিশ।

সূত্রে জানাযায়, গরু চোর নাসির সরদার বাকেরগঞ্জ উপজেলার ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কাঠালিয়া গ্রামের মৃতঃ তৈয়ব আলী সরদার ওরফে (কালু সরদার) বড় পুত্র। নাসির সরদার পেশায় গরু চুরি সেন্ডিকেটের চোরাই গরু জবাই দিয়ে কেজি দরে খোলা বাজারে ও বিভিন্ন অনুষ্ঠানে বিক্রি করে থাকেন। নাসিরের এর আগে আরো গরু চুরির মামলা চলমান আছে।
এবিষয় জানতে চাইলে, নলছিটি থানার অফিসার ইনচার্জ সাংবাদিকদের জানান, গরু চুরির ঘটনায় একজন চোর গ্রেফতার করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ইউসুফ হোসেন জানান,গরু চুরি সংক্রান্ত বিষয়ে নাছির সরদার নামের একজন গরু চোরকে ঘটনাস্থন থেকে আটক করা হয়েছে এবং তার সাথে থাকা বাকি আসামীরা পলিয়ে যায়। ঘটনাস্থন থেকে জবাইকৃত গরুর দুই বস্তা মাংস ও গরু জবাই দেয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আসমীর বিরুদ্ধে নলছিটি থানায় একটি চুরির মামলা হয়েছে। আগামীকাল সকালে তাকে ঝালকাঠি কোর্টের প্রেরন করা হবে।

















