সারাদেশের খবর

নবীনগরে বিদ্যালয়ের ভবন উদ্ভোধন করলেন এমপি এবাদুল করিম

  প্রতিনিধি ১ অক্টোবর ২০২২ , ১২:৩২:২০ প্রিন্ট সংস্করণ

নবীনগর প্রতিনিধি।।ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আলিয়াবাদ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত বহুতল ভবনের উদ্ভোধন করা হয়েছে।আজ শনিবার সকালে বহুতল ভবনের উদ্ভোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর সংসদীয় আসনের সংসদ সদস্য মো. এবাদুল করিম বুলবুল।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও বিদ্যালয়ের ছাত্রী স্বর্ণা ইসলাম ও রিফাত উল্লাহ ফাহিমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.একরামুল ছিদ্দিক।

এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়নপুর ডি এস ফাযিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সামসুজ্জামান খান মাসুম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক প্রণয় কুমার ভদ্র পিন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইফুর রহমান সোহেল, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম রিপন,প্রধান শিক্ষক এটি এম রেজাউল করিম সবুজ প্রমুখ।

আরও খবর

Sponsered content