সারাদেশ

নগরীর ১০নং ওয়ার্ডে রেডিও মার্কা প্রার্থীকে ফাঁসাতে পুরাতন একটি ভিডিও ভাইরাল

  প্রতিনিধি ৮ জুন ২০২৩ , ১:৩০:৫২ প্রিন্ট সংস্করণ

বরিশাল জেলা প্রতিনিধি।।আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী সৈয়দ ফয়জুল করিম ও নগরীর ১০ নং ওয়ার্ড কাউন্সিলর রেডিও মার্কা প্রার্থী এ, টি, এম শহিদুল্লাহ কবির এর বান্দ রোড সংলগ্ন এলাকায় মুখোমুখি হয়। মেয়র প্রার্থী কাউন্সিলর প্রার্থীকে দেখেই সালাম দেন। উত্তরে কাউন্সিলর প্রার্থী কেমন আছে হুজুর বলে তার গাড়ির কাছে যান। তখন দু’প্রার্থী ক্ষণিক সময় একে অপরের সাথে কথা বলেন।

সর্বশেষ এক যুবক বলে উঠে হুজুর ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম। ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পাশাপাশি কেডিসি এলাকার লোকমুখে ছড়িয়ে গেছে, হাতপাখা মার্কা মেয়র প্রার্থীকে ভোট দেয়ার ওয়াদা করেছেন মহানগর আ’লীগের সদস্য ও নগরীর ১০ নং ওয়ার্ড কাউন্সিলর রেডিও মার্কা প্রার্থী।

এ, টি, এম শহিদুল্লাহ কবির বলেন, সবই ষড়যন্ত্র। ভিডিটি ভালো করে দেখলেই সকলে বুঝতে পারবে। ঘটনাস্থলে তার প্রতিন্দ্বন্দ্বী প্রার্থীর এক সমর্থক এমন উস্কানী দিয়েছে। তারাই বলেছে আর তাদের লোকেরাই ভিডিও করেছে। যা নিয়ে এখন অপপ্রচার চলছে।

তিনি আরো বলেন, মূলত তফসিল ঘোষণার আগের ভিডিও ওটা। আমি কারো কাছে ওয়াদা করিনি। আমাকে নির্বাচনী চাপে ফেলতে আমার প্রতিপক্ষরা এ ধরনের ষড়যন্ত্র করছে। আর একজন লোকের সাথে দেখা হলে তো তাকে এড়িয়ে যাওয়া যায় না। সে আমার কাছে দোয়া চাইছে, আমিও তার কাছে দোয়া চেয়েছি এর বেশী কিছুই না। যা ভিডিওতে ষ্পষ্ট।

নগরীর ১০ নম্বর ওয়ার্ডঠেলা গাড়ি মার্কা কাউন্সিলর প্রার্থী জয়নাল আবেদীন বলেন, ঘটনাস্থলে তার লোক উপস্থিত ছিল না। ভিডিও কে করছে তাও জানেন না তিনি।

আরও খবর

Sponsered content