অপরাধ-আইন-আদালত

নওগাঁর পোরশায় বিজিবি কর্তৃক ভারতীয় মহিষ আটক করেছে-বিজিবি

  প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২২ , ১২:৩৯:২১ প্রিন্ট সংস্করণ

নওগাঁ জেলা প্রতিনিধি।।নওগাঁর পোরশার নিতপুর সীমান্তে এক জোড়া ভারতীয় মহিষ আটক করেছে ১৬ বিজিবি বিশেষ টহল দল। নিতপুর ক্যাম্পের হাবিলদার রফিক সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার ভোরে সীমান্তের ২৩০/৫৪(আর) নিতপুর মাস্টারপাড়া বাংলাদেশের অভ্যন্তরে মহিষ গুলি আটক করেন।

ওই সময় কয়েকজনের একটি চোরাকারবারির দল মহিষগুলি ভারত থেকে নিয়ে আসছিল। বিজিবি বিশেষ টহলদল তাদের ধাওয়া করে মহিষগুলি আটক করেন।

এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্টরা জানান। ১৬ বিজিবি কোম্পানি কমান্ডার লেঃ কর্নেল আসাদুজ্জামান পিএসসি জি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সীমান্তে বিজিবি সদস্যরা শতর্ক থাকার কারণে মহিষ আটক করা সম্ভব হয়েছে বলে তিনি জানান।

আরও খবর

Sponsered content