প্রতিনিধি ৩০ জুন ২০২৫ , ৪:৫১:২৯ প্রিন্ট সংস্করণ
ফরিদপুর প্রতিনিধি।।ফরিদপুর সদর উপজেলায় মানসিক ভারসাম্যহীন (১০) শিশুকে ধর্ষণের অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত রোববারের এ ঘটনায় সোমবার কোতোয়ালি থানায় নারী ও শিশু নিযাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগীর মা।মামলার আসামি ওমর আলী ও মো. জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি আসাদউজ্জামান বলেন,প্রাথমিক তদন্তে জানা গেছে,ওই শিশুকে ওমর আলী ধর্ষণ করে। তাকে সহায়তা করে জুয়েল।ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

















