রাজনীতি

দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে সেনাপ্রধানকে ঘিরে পিনাকীর তীব্র সমালোচনা

  প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৬ , ৪:০৪:২৮ প্রিন্ট সংস্করণ

দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে সেনাপ্রধানকে ঘিরে পিনাকীর তীব্র সমালোচনা

নিজস্ব প্রতিবেদক।।দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও কয়েকজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করায় সেনাপ্রধান জেনারেল ওকার উর-জামানের বিরুদ্ধে তীব্র সমালোচনামূলক মন্তব্য করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য।

সোমবার নিজের ফেসবুক স্ট্যাটাসে পিনাকী চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আমেরিকান পাসপোর্টের ছবি প্রকাশ করে দাবি করেন,দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও একাধিক প্রার্থীর আবেদন বৈধ ঘোষণা করা হয়েছে,যা আইনের সমতার প্রশ্ন তোলে।

তার স্ট্যাটাসে উল্লেখ করা হয়,ইউকে বিএনপির এম এ মালেক ও কয়সর চৌধুরী,ফেনীর আবদুল আওয়াল মিন্টু, শেরপুর-২ আসনের বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরী এবং সিরাজগঞ্জ-৬ আসনের বিএনপি প্রার্থী মুহিতের মনোনয়ন আবেদন বৈধ ঘোষণা করা হয়েছে।

পিনাকী ভট্টাচার্য বলেন,“যদি আবদুল আওয়াল মিন্টু একই ডকুমেন্টস দিয়ে মার্কিন পাসপোর্ট থাকা অবস্থায় নির্বাচনে অংশ নিতে পারেন,তাহলে চট্টগ্রাম-৯ আসনে ডা. এ কে এম ফজলুল হকের নির্বাচনেও কোনো বাধা থাকার কথা নয়।”

তিনি আরও বলেন,“এখানে কোনো যদি-কিন্তু চলবে না। বাতিল হলে সবাইকে বাতিল করতে হবে। আইন সবার জন্য সমান হতে হবে।”

দ্বৈত নাগরিকত্ব ও নির্বাচনযোগ্যতা নিয়ে এই মন্তব্য নতুন করে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি করেছে।

আরও খবর

Sponsered content